টায়ার দ্রুত ক্ষয় রোধে করনীয়
আপনার ট্রাক্টরের টায়ার দ্রুত ক্ষয় হয়ে যাচ্ছে! টায়ারের দ্রুত ক্ষরোধ করতে কি করবেন! আর কি কি করবেন না, চলুন দেখে নেয়া যাক।
অতিরিক্ত তেল খরচ সমস্যা!
আপনি কি আপনার ট্রাক্টরে অতিরিক্ত তেল খরচ নিয়ে চিন্তিত? তহলে চলুন দেখে নেয়া যাক কি হতে পারে এই সমস্যার সমাধান?
আনলোডিং অগার ঠিক মত উঠা নামা না করলে কি করবেন?
ধান কাটার মৌসুমে লোকবলের অনেক অভাব থাকে সেই ক্ষত্রে Yanmar Combine Harvester হচ্ছে সঠিক ও সহজ সমাধান। YANMAR Combine Harvester-এর মাধ্যমে যেখানে ১ ঘণ্টায় ১ একর জমির ধান বা গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা যায় সেখানে ছোটখাটো সমস্যার জন্য কয়েক ঘণ্টা হারভেস্টরা থেমে থাকা মানে লোকসান!
ইয়ানমার কম্বাইন হারভেস্টারের ২৪ টি গ্রিজিং পয়েন্ট সম্পর্কে জানুন
ধান কাটার মৌসুমে লোকবলের অনেক অভাব থাকে সেই ক্ষত্রে Yanmar Combine Harvester হচ্ছে সঠিক ও সহজ সমাধান। YANMAR Combine Harvester-এর মাধ্যমে যেখানে ১ ঘণ্টায় ১ একর জমির ধান বা গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা যায় সেখানে ছোটখাটো সমস্যার জন্য কয়েক ঘণ্টা হারভেস্টরা থেমে থাকা মানে লোকসান!
হারভেস্টার দিয়ে ধান কাটার সময় করণীয় ও বর্জনীয়
ধান কাটার মৌসুমে লোকবলের অনেক অভাব থাকে সেই ক্ষত্রে Yanmar Combine Harvester হচ্ছে সঠিক ও সহজ সমাধান। YANMAR Combine Harvester-এর মাধ্যমে যেখানে ১ ঘণ্টায় ১ একর জমির ধান বা গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দী করা যায় সেখানে ছোটখাটো সমস্যার জন্য কয়েক ঘণ্টা হারভেস্টরা থেমে থাকা মানে লোকসান!
মৌসুম শেষে হারভেস্টার সংরক্ষনের পূর্বে করনীয়
হারভেস্টার একটি মৌসুম নির্ভর মেশিন। তাই মৌসুম শেষে এই মেশিনটিকে সংরক্ষণ করে রাখতে হয়। কাজ শেষে হারভেস্টারটি যত্ন সহকারে উঠিয়ে না রাখলে তার কর্মদক্ষতা অনেকাংশে হারিয়ে যায়।