হাফ ঘোড়া পানির পাম্প বা PK60 পাম্প এর মটর ঘোরা বন্ধ হয়ে যাওয়া ও পানি না ওঠার কারণ এবং করণীয়

13 January, 2024

Home » Blog » হাফ ঘোড়া পানির পাম্প বা PK60 পাম্প এর মটর ঘোরা বন্ধ হয়ে যাওয়া ও পানি না ওঠার কারণ এবং করণীয়

আজ আমরা আলোচনা করবো বাজারের বহুল প্রচলিত একটি পাম্প নিয়ে যা আমরা হাফ ঘড়া পানির পাম্প বা PK60 নামে চিনি।

আমাদের দেশে প্রায় সব জায়গাতেই এই হাফ ঘোড়া পানির পাম্প টি ব্যবহৃত হয়।

এ ই হাফ ঘোড়া পানির পাম্পটিতে একটি সমস্যা প্রায়ই দেখা যায় সেটি হলো মাঝে মাঝে বা পাম্পটি কিছুদিন টানা বন্ধ থাকলে পাম্পের ইম্পেলার জ্যাম হয়ে গিয়ে পাম্পটির রোটর বা স্যাফট ঘোরা বন্ধ হয়ে যাওয়া।যার কারণে বৈদ্যুতিক সংযোগ চালু থাকা সত্ত্বেও পাম্প টি পানি উঠাতে পারেনা।

 

এ ধরণের অবস্থা দেখা দিলে বৈদ্যুতিক সংযোগ চালু করার পূর্বে একটি বৈদ্যুতিক টেস্টার নিয়ে কুলিং গ্যান এর ঢাকনার মধ্য দিয়ে মটরটির রোতর বা স্যাফট ডানে বামে কিছুক্ষণ ঘুরাতে হবে। এবং এতে ইম্পেলার জ্যাম ফ্রি হয়ে যাবে।

 

এর পরও যদি ইম্পেলার জ্যাম ফ্রি না হয় সেক্ষেত্রে কুলিং ফ্যান এর ঢাকনা খুলে হ্যামার বা হাতুড়ি দিয়ে মটরের স্যাফটকে ছোট ছোট কয়েকটি আঘাত করলে ইম্পেলার জ্যাম ফ্রি হয়ে যাবে।

 

অনেক ক্ষেত্রে, হাফ ঘোড়া পানির পাম্প এর কয়েল পুড়ে যেতে পারে বা ক্যাপাসিটর নষ্ট হয়ে যেতে পারে।

 

সেক্ষেত্রে আপনার নিকটস্থ লোকাল ইঞ্জিনিয়ার বা প্লাম্বারের সাথে যোগাযোগ করে পাম্প টি সার্ভিসের ব্যবস্থা করতে হবে।

আজ এই পর্যন্তই। এ ধরণের পানির পাম্প বা মটরজনিত সমস্যার সহজ সমাধান পেতে এ সি আই ওয়াটার পাম্প ফেইসবুক পেইজের সাথেই থাকুন।