মাঝপথে হঠাৎ আপনার গাড়িটি বন্ধ হয়ে গেলে কি করবেন?

17 December, 2023

Home » Blog » মাঝপথে হঠাৎ আপনার গাড়িটি বন্ধ হয়ে গেলে কি করবেন?

অনেক সময় দেখা যায় রাস্তায় চলার পথে আপনার ফোটন পিকাপ টি মাঝ পথে বন্ধ হয়ে   গিয়েছে। এমন সময় আপনার কি করনীয়, সেটি নিয়েই আলোচনা করবো আজকের ভিডিও তে:

 

গাড়ি হঠাৎ বন্ধ হলে অস্থির হওয়া যাবে না, মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করতে হবে এবং মনে রাখতে হবে এটি একটি স্বাভাবিক বিষয়।

গাড়ি বন্ধ হয়ে যাওয়ার সময় যদি রানিং এ থাকেন তবে অবশ্যই লুকিং গ্লাস দেখে নিয়ে আপনার ইমারজেন্সি সিগনাল বাতি চালু করে দিন, অবস্থা অনুযায়ী রাস্তার দুই পাশ দেখে শুনে সাইড করুন, খেয়াল রাখবেন পেছন থেকে কোন দ্রুতগামী যানবহন আসছে কিনা।

ইমারজেন্সি সিগনাল বাতি চালুরাখা অবস্থায় গাড়ি থেকে নামুন এবং পরিদর্শন করুন দৃশ্যমান কোন ত্রুটি আছে কিনা যেমনঃ রেডিয়েটরে পানি আছে কিনা? ড্যাশবোর্ডে হিটের কাটা নরমাল থেকে হাই এ চলে গেছে কিনা? গাড়ীটির ফ্যান বেল্ট ছিড়ে গেছে কিনা? ইঞ্জিন থেকে ধোয়া বা এমন কোন আওয়াজ আসছে কিনা যেটি স্বাভাবিক নয়, ইত্যাদি।

কোন সমস্যা দৃশ্যমান না থাকলে ইঞ্জিন টি বন্ধ করে ৭ থেকে ১০ মিনিট অপেক্ষা করুন এবং আবার চেষ্টা করুন।

এ ছাড়াও যদি আপনার গাড়ি চালু না হয় তাহলে এ সি আই মোটরস এর হেল্প লাইনে ফোন দিন এবং যোগাযোগ করুন আমাদের সার্ভিস প্রতিনিধির সাথে।

এ সি আই মটরস্‌ এর রয়েছে দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক। যেকোনো প্রয়োজনে কল করুন আমাদের সার্ভিস সেন্টারে এবং দ্রুততম সময়ে আপনার কাছে পৌছে যাবে আমাদের সমাধান।

এতোক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফোটন টিপস এন্ড ট্রিক্স এর নিয়মিত ভিডিও দেখতে চোখ রাখুন ফোটন বাংলাদেশ ফেসবুক পেইজে।

আত্মবিশ্বাসে চালান, ফোটন চালান।