আপনি কি আপনার পিকাপের তেল বেশি খরচ নিয়ে চিন্তিত?

07 February, 2024

Home » Blog » আপনি কি আপনার পিকাপের তেল বেশি খরচ নিয়ে চিন্তিত?

প্রথমত, এক্সেলারেশন টা করতে হবে আলতো ভাবে এবং ওভার স্পিডিং থেকে বিরত থাকতে হবে! এতে করে শুধু তেল-ই নয়,বাঁচবে আপনার জীবন ও।

প্রতিবার ট্রিপ এ যাবার আগে চেক করে নিতে হবে চাকায় পরিমাণ মতো হাওয়া আছে কিনা, পরিমাণ এর থেকে কম হাওয়া থাকলে ইঞ্জিনের উপর অধিক চাপ পরে যার ফলে তেল ও ব্যাবহার হয় বেশি

 

যাত্রা বিরতি যদি ২ মিনিট এর বেশি হয় তবে অবশ্যই ইঞ্জিন বন্ধ করে নিন, ছোট ছোট পরিবর্তনে গাড়ি হয়ে উঠবে আপনার সব চাইতে লাভ-জনক বন্ধু।

 

যদি দেখেন আপনার তেল অস্বাভাবিক হারে খরচ হচ্ছে, তাহলে দ্রুত আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার এর থেকে পরামর্শ নিন।

 

নিয়মিত এ সি আই মটরস এর সার্ভিস সেন্টার থেকে আপনার পিকাপ টি সার্ভিসিং করিয়ে নিন, এতে সকল যন্ত্রাংশ থাকবে ত্রুটি বিহীন এবং করবে আপনার পিকাপ কে সাশ্রয়ী

 

তাছাড়াও এ সি আই মটরস্‌ এর সারাদেশব্যাপী রয়েছে বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক। যেকোনো প্রয়োজনে কল করুন আমাদের সার্ভিস সেন্টারে এবং দ্রুততম সময়ে আপনার কাছে পৌছে যাবে আমাদের সমাধান।

 

আজ এই পর্যন্তই। এতোক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার হাজির হবো অন্য কোনো টিপস নিয়ে। দেখতে চোখ রাখুন ফোটন বাংলাদেশ ফেসবুক পেইজে।

আত্মবিশ্বাসে চালান, ফোটন চালান।