FOTON সার্ভিস ক্যাম্পেইন

19 December, 2019

Home » Blog » FOTON সার্ভিস ক্যাম্পেইন

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এ সি আই মটরস্ এর চাঁদপুর ডিলার সুমনা মটরস্ মেসার্স মুবীন এন্টারপ্রাইজ এ পালিত হল বিশ্বের সবাধিক বিক্রিত ফোটন কমার্শিয়াল ভেহিকল এর সার্ভিস ক্যাম্পেইন

যেখানে ছিলঃ
- ড্রাইভার ও কাস্টমার ভাইদের জন্য ফ্রি মেডিকেল চেকআপ
- স্পেয়ার পার্টসের উপর ১০% ডিসকাউন্ট
- লুব অয়েলের উপর ৫% ডিসকাউন্ট
- ফ্রি গ্রিজিং
- গাড়ির সাধারণ চেকআপ
- উপহার (চাবির রিং ও টি-শার্ট)
- নাস্তা ও দুপুরের খাবারের বক্স

গ্রাহক, ক্রেতা সাধারণের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ফোটন গাড়ী ও স্পেয়ার পার্টসের প্রদর্শনী এবং ফোটন গাড়ী বিনামূল্যে সার্ভিসং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সি আই মটরস্ এর সেলস ডিরেক্টর জনাব আজম আলি, এ সি আই মটরস্ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী।