ট্রাক্টরের ব্যাটারি রক্ষণাবেক্ষণ

21 April, 2022

Home » Blog » টায়ার দ্রুত ক্ষয় রোধে করনীয়

আপনার ট্রাক্টরের ব্যাটারি কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন চলুন দেখে নেয়া যাক

সুপ্রিয়দর্শকএ সিমোটরস্‌ প্রেজেন্টসসোনালিকাট্রাক্টরসার্ভিসটিপস-এন্ড-ট্রিকসপ্রোগ্রামআপনাকেস্বাগতম

ট্রাক্টরের ব্যাটারির সঠিক পারফরম্যান্স পেতে চাইলে নিয়মিত রক্ষণাবেক্ষণের কোনো বিকল্প নেই।

নিয়ম অনুযায়ী রক্ষণাবেক্ষণ করলে আপনার ট্রাক্টর এর ব্যাটারি সর্বোচ্চ পারফরমেন্স দিতে পারবে।

তাহলে চলুন দেখে নেয়া যাক ট্র্যাক্টর ব্যাটারি রক্ষণাবেক্ষণ করতে কি কি নিয়ম মেনে চলতে হবে।

ব্যাটারির টার্মিনালে সর্বদা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন।

ব্যাটারীরপজেটিভওনেগেটিভটার্মিনালক্লিপবোর্ডঢিলাহয়েগেছেকিনাতামাঝেমাঝেচেককরুন। ঢিলা হয়েগেলেটাইটি দিন।

ব্যাটারির পানির পরিমাণ সঠিক আছে কিনা তা মাঝে মাঝে চেক করুন। না থাকলে ডিস্টিলড ওয়াটার দ্বারা পূর্ণ করুন।

ট্রাক্টর দীর্ঘদিন বন্ধ রাখার প্রয়োজন হলে ব্যাটারীর পজেটিভ টার্মিনাল খুলে রাখুন।

ব্যাটারির সেল কর্কে ভেন্ট প্লাগ মাঝে মাঝে পরিষ্কার করুন।

বছরে অন্তত একবার ইলেকট্রিক চার্জ করিয়ে নিন।

 এর পরও আপনার সমস্যার সমাধান না হলে এ সি আই মটরস্‌ এর সার্ভিস সংশ্লিষ্ট সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন অথবা ১৬৫৩৩ নাম্বারে কল করে সার্ভিস গ্রহণ করুন।

আজ এ পর্যন্তই লক্ষ্য রাখুন এ সি আই মটরস্‌ এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।

আমরা আবারো হাজির হব ট্রাক্টরের ছোটখাটো কমন কিছু সমস্যার সহজ সমাধান এর বেটার পারফর্মেন্স মেইন্টেনেন্স টিপস্ এন্ড ট্রিকস্ নিয়ে।

সুস্থ থাকুন ভালো থাকুন