হারভেস্টার দিয়ে ধান কাটার সময় করণীয় ও বর্জনীয়

26 January, 2022

Home » Blog » হারভেস্টার দিয়ে ধান কাটার সময় করণীয় ও বর্জনীয়

ধান কাটার মৌসুমে লোকবলের অনেক অভাব থাকে সেই ক্ষত্রে Yanmar Combine Harvester হচ্ছে সঠিক  সহজ সমাধান। YANMAR Combine Harvester-এর মাধ্যমে যেখানে  ঘণ্টায়  একর জমির ধান বা গম কাটা, মাড়াই, ঝাড়াই  বস্তাবন্দী করা যায় সেখানে ছোটখাটো সমস্যার জন্য কয়েক ঘণ্টা হারভেস্টরা থেমে থাকা মানে লোকসান! এ সি আই মটরস্-এর পক্ষ থেকে রইলো এই সব ছোট খাটো কমনকিছু সমস্যার সহজ সমাধান এবং হরভেস্টারের বেটার পারফর্মেন্স এবং মেইনটেনেন্সের জন্য টিপস এন্ড ট্রিকস।

 

হারভেস্টার ব্যবহারের সময় সবচেয়ে 'কমন সমস্যা' গুলোর হল: জ্যাম লাগা, ঝাড়াই ভালোভাবে না হওয়া, ব্লেড ভেঙ্গে যাওয়া এই সব। ফসল কাটার সময় সঠিক নিয়ম মেনে চললে কিন্তু এই সমস্যাগুলো হয় না। চলুন তাহলে জেনে আসি ফসল কাটার সময় কী কী করনীয় ও বর্জনীয়:

আজ এ পর্যন্তই, লক্ষ্য রাখুন এ সি আই মটরস্-এর ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল। আমরা আবারো হাজির হবো হারভেস্টারের ছোট খাটো ‘কমন’কিছু সমস্যার সহজ সমাধান, বেটার পারফর্মেন্স এবং মেইনটেনেন্সের জন্য টিপস এন্ড ট্রিকস নিয়ে। সুস্থ থাকুন, ভাল থাকুন।