দেশের করোনা মহামারিতে রোগী ব্যবস্থাপনায় সহযোগিতার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ফোটন ব্র্যান্ডের অ্যাম্বুল্যান্স প্রদান করল এসিআই মোটরস।
সোমবার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের হাতে অ্যাম্বুল্যান্সটির চাবি হস্তান্তর করেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী এবং নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।
চীনের এক নাম্বার বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড ফোটনের প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেইকের পক্ষ থেকে বাংলাদেশে দুটি প্রতিষ্ঠান –বিএসএমএমইউ এবং ঢাকা মহানগর পুলিশকে অ্যাম্বুল্যান্স প্রদান করছে এসিআই মোটরস।
বিশ্বের প্রধান বাণিজ্যিক যানবাহন ব্র্যান্ডগুলোর মধ্যে একটি, যারা বিশ্বের শতাধিক দেশে ফোটনের কার্যক্রম পরিচালনা করছে। ইতিমধ্যে কম্পানিটি বিশ্বের বিভিন্ন দেশে এক কোটিরও অধিক বাণিজ্যিক যান বিক্রি করেছে।
এসিআই মোটরস্ ফোটন ব্র্যান্ড নিয়ে ২০১৯ সাল থেকে তাদের বাণিজ্যিক যানবাহন ব্যবসা শুরু করেছিল। এবং গুণগত মান, বিক্রয়োত্তর সেবা এবং দেশব্যাপী খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা নিশ্চিত করার মাধ্যমে ফোটন ইতিমধ্যে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন করেছে।
এসিআই মোটরস্ দেশের সর্ববৃহৎ কৃষি যান্ত্রিকীকরণ কম্পানি। এ ছাড়া কম্পানিটি ইয়ামাহা মোটরসাইকেল, বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার জেনারেশন এবং কনস্ট্রাকশন ইকুইপমেন্টের ব্যবসা পরিচালনা করে থাকে। সংবাদ বিজ্ঞপ্তি।
Press Release Links:
Link 1Discover Other News
09 June 2022
Labaid Diagnostic receives modern FOTON ambulance
16 May 2022
ACI Motors handovers FOTON ambulance to SONGJOG
12 February 2022