গত ২ সেপ্টেম্বর ২০১৯ তেজগাঁও-এ অবস্থিত ইয়ামাহা শো-রুমে ইয়ামাহা রাইডারস ক্লাব ও এসিআই মটরস্ টিম এর সদস্যদের সম্মিলিত উদ্যোগে নিহত মিলনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানির এসিআই এর একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এর ৫৫ টিরও বেশি ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ারস) ডিলার পয়েন্ট রয়েছে।
গত ২৬শে আগস্ট ২০১৯ রাজধানীতে দুর্বৃত্তের হাতে নির্মমভাবে খুন হন মিলন নামের একজন মোটরসাইকেল রাইডার। তিনি মোটরসাইকেল রাইড শেয়ারিং করে জীবন যাপন করতেন। মিলনের এই অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। বাংলাদেশের বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে এ নিয়ে গুরুত্বসহকারে সংবাদ প্রকাশিত হয়। ইয়ামাহা রাইডারস ক্লাব বিভিন্ন বাইকিং এক্টিভিটির সাথে সাথে সামাজিক কর্মকান্ডেও অংশগ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর ২০১৯ তেজগাঁও-এ অবস্থিত ইয়ামাহা শো-রুমে ইয়ামাহা রাইডারস ক্লাব ও এসিআই মটরস্ টিম এর সদস্যদের সম্মিলিত উদ্যোগে নিহত মিলনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। এ সময় মিলনের বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন।
গত ২৬শে আগস্ট ২০১৯ রাজধানীতে দুর্বৃত্তের হাতে নির্মমভাবে খুন হন মিলন নামের একজন মোটরসাইকেল রাইডার। তিনি মোটরসাইকেল রাইড শেয়ারিং করে জীবন যাপন করতেন। মিলনের এই অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। বাংলাদেশের বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে এ নিয়ে গুরুত্বসহকারে সংবাদ প্রকাশিত হয়। ইয়ামাহা রাইডারস ক্লাব বিভিন্ন বাইকিং এক্টিভিটির সাথে সাথে সামাজিক কর্মকান্ডেও অংশগ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর ২০১৯ তেজগাঁও-এ অবস্থিত ইয়ামাহা শো-রুমে ইয়ামাহা রাইডারস ক্লাব ও এসিআই মটরস্ টিম এর সদস্যদের সম্মিলিত উদ্যোগে নিহত মিলনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। এ সময় মিলনের বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন।
Discover Other News
12 October 2020
ধান কতটুকু কাটা হলো, জানা যাবে স্মার্টফোনে
07 October 2020
ACI Motors’ food sector contribution during COVID-19
08 September 2020
ACI Motors and HIMOINSA hold signing ceremony
07 May 2020